নতুন ইউটিউবারদের জন্য দরকারি ৫টি মোবাইল অ্যাপস

 

নতুন ইউটিউবারদের জন্য দরকারি ৫টি মোবাইল অ্যাপস

আপনি কি একজন ইউটিউবার হতে চান? তাহলে অনুরোধ করবো পোস্টি সম্পূর্ণ পড়ুন। আপনি হয়তো ভাবছেন আমার তো কোনো ল্যাপটপ বা কম্পিউটার নাই, আমি কিভাবে ইউটিউবিং শুরু করবো! তাহলে বলবো আপনি ভুল ভাবছেন। ইউটিউবিং করার জন্য ল্যাপটপ বা কম্পিটার লাগবেই এমন কোনো কথা নেই। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ইউটিউবিং শুরু করতে পারবেন। তাই চলুন দেখে নেয়া যাক মোইবাল দিয়ে ইউটিউবিং শুরু করার জন্য আপনার কোন অ্যাপগুলো লাগবে। নতুন ইউটিউবারদের জন্য দরকারি ৫টি মোবাইল অ্যাপ নিচে তুলে ধরা হলোঃ

 

প্রয়োজনীয় মোবাইল অ্যাপ:

  • A-Z Screen Recorder
  • Kine Master Video Editor
  • PicsArt/ Pixel Lab
  • Kiwi Browser + VidIq+Tubebuddy
  • Youtube Studio

১/ A –Z Screen Recorder: আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানাতে চান,অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রীন রেকর্ড করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে চান, সেক্ষেত্রে এই অ্যাপটি অনেক দরকারি আপনার জন্য। গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপের নাম লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। আর এই অ্যাপের ভেতর রয়েছে অনেক ধরনের ফিচার যা আপনার সুবিধা অনুযায়ী কাষ্টমাইজ করে নিতে পারবেন। অ্যাপের সেটিং অপশনে প্রবেশ করলে আপনি Video Configuration, Control Options, Recording Toolbox, other নামে সেটিং পাবেন। এসব সেটিং থেকে নিজের সুবিধা অনুযায়ী কনফিগার করে নিতে পারেন।

এছাড়া অ্যাপটির সেটিংস ভিতরে যথা ক্রমে ভিডিও সেটিং পাবেন যেখানে Screen Resolutions ,Bit rate, Frame Rate, Orientation, Time-lapse, Record Audio, Output Directory, Fix Green Screen সেটিং গুলো দেখতে পাবেন এই সেটিংগুলো নিজের সুবিধা অনুযায়ী ঠিক করে নিবেন।


২/ Kine Master Video Editor: আপনার ভিডিওটি এডিট করার জন্য দরকার হবে একটি ভিডিও এডিটরের।আর বর্তমানে অনেক ধরণের ভিডিও এডিটর পাবেন অনলাইনে। আর সবার চেয়ে সেরা হলো কাইন মাস্টার ভিডিও এডিটর। কাইন মাস্টার দিয়ে আপনি অনেক প্রফেশনাল কাজ করতে পারবেন।কাইন মাস্টারকে অনেকে গরীবের প্রিমিয়ার প্রো বলে থাকে।অনেক সফল ইউটিউবার আছেন,  যারা,তাদের শুরুর ভিডিওগুলো এই কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করেছেন।অনেকে তো শর্টফিল্ম পর্যন্ত কাইন মাস্টার দিয়ে এডিট করেন। ইউটিউবে খুঁজলে এমন অনেক ইউটিউব চ্যানের পাবেন। আর আপনি যদি কাইন মাস্টার অ্যাপটি প্লেস্টোরে গিয়ে সার্চ করেন অ্যাপটি পেয়ে যাবেন, তবে সেখানে Watermark থাকবে । যা আপনার কাজকে দৃষ্টিকুটু দেখাবে। তাই Watermark ছাড়া অ্যাপটি ডাউনলোড করতে নিচের Continue বাটনে ক্লিক করুন।


৩/ PicsArt or Pixel Lab: আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেইল বানানোর জন্য সেরা দুটি অ্যাপ হলো PicsArt এবং Pixel Lab । তবে আমার কাছে PicsArt এর চেয়ে Pixel Lab ভালো।তবে PicsArt অ্যাপটি যে খারাপ তা কিন্তু নয়। Pixel Lab দিয়ে প্রফেশনাল মানের থ্রিডি থাম্বনেইল বানানো যায়। যা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আরো আকর্ষনীয় করে তুলবে। তবে আপনি দুইটাই ব্যবহার করে দেখবেন।কারণ একেকজনের পছন্দ একেক রকমের হয়ে থাকে। গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপের নাম লিখে সার্চ করলেই এই অ্যাপ দুটি পেয়ে যাবেন। তবে PicsArt অ্যাপের Pro ভার্শন ডাউনলোড করতে নিচের Continue বাটনে ক্লিক করুন।


৪/ Kiwi Browser, VidIq & Tubebuddy: আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে এই তিনটি টুলস থাকাটা আবশ্যক। আর যদি আপনি এই তিনটি টুলস ব্যবহার না করেন তাহলে যে আপনি ইউটিউবিং করতে পারবেন না এমনটা নই। আর টুলস গুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর আপনি চাইলে তাদের প্রিমিয়াম সার্ভিস কিনে ব্যবহার করতে পারেন।


৫/ ৫ নম্বরে থাকা এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে ,আপনার ইউটিউব চ্যানেলকে সহজে মনিটরিং করতে। এই অ্যাপ আপনার আপলোড করা ভিডিও গুলো কাস্টমাইজেশন, অর্থাৎ ভিডিওর টাইটেল দেয়া অথবা এডিট করতে সাহায্য করবে। এই অ্যাপটি আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর অ্যাপটি গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপের নাম লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন।

Post a Comment

0 Comments