মেসেঞ্জারে কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে, তাকে ব্লক না করেও যেভাবে তার বিরক্তকর মেসেজ থেকে বাঁচবেন।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন।

এবার আসি মূল প্রসঙ্গে:

ফেসবুক কিংবা ফেসবুক মেসেঞ্জারে অনেক সময় অনেকেই বিরক্তিকর মেসেজ পাঠায়। এবং বিরক্ত করে থাকে। তো এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়।

ধরুন আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনার এমন এক বন্ধু আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে তাকে ব্লক করে দিলো সমস্যা আর ব্লক না করলেও সমস্যা। 
তো আসুন জেনে নেয়া যাক এমন অবস্থায় আপনি তার বিরক্তকর মেসেজ থেকে কিভাবে বাঁচবেন তাকে ব্লক করা ছাড়াই।

১. প্রথমে আপনি আপনার মেসেঞ্জার টি ওপেন করুন

২.এরপর যে ব্যক্তি আপনাকে বিরক্ত করে, বা যে ব্যক্তির মেসেজ আপনি পড়তে চাচ্ছেন না, তার নামের উপরে ক্লিক করুন।

৩. এরপর আই (i) এর মত যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করুন।
 ৪. এরপর Ignore Massages অপশন টি তে ক্লিক করুন।

৫.এরপর Ignoreএ ক্লিক করলেই আপনার সেই বন্ধুর মেসেজ আর আপনার কাছে সরাসরি পৌঁছাবে না।

আবার ইচ্ছা করলে আপনি তার মেসেজ গুলো দেখতে পারবেন সে যে মেসেজগুলো আপনার কাছে পাঠাবে।  সেটা কিভাবে দেখবেন, তো চলুন সেটা দেখে আসি

৬.তার পাঠানো মেসেজ গুলো দেখার জন্য আপনি নিচের চিত্রগুলো ফলো করুন।



৭.ইগনোর মেসেজ অপশন টা চালু করার পর থেকে যতগুলো মেসেজ সে আপনার কাছে পাঠিয়েছে। সবগুলি মেসেজ আপনি এখানে দেখতে পারবেন। নিচের চিত্রে যে অপশন আছে সেটাতে।

আর আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।


Post a Comment

0 Comments